
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট শহরতলীর ঐতিহ্যবাহী বটেশ্বর পুরাতন বাজার নবগঠিত ব্যবসায়ী কমিটি ২০২৫–২০২৭ এর পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জালালাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর বাজার প্রাঙ্গণে ব্যবসায়ীদের আয়োজনে নবগঠিত কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরাতন বাজারের স্বত্বাধিকারী আজগর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী সাবেক মেম্বার হাফেজ আব্দুল মুসাব্বির ফরিদ, সমাজসেবী আকমল হোসেন চৌধুরী,সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লিয়াকত আলী মিটু, সদর উপজেলা ছাত্রদল সদস্য সচিব রুফিয়ান আহমেদ সবুজ, পিউলী সুপার মার্কেট ব্যাবসী কমিটির সাবেক সভাপতি জুনাব আলী, বর্তমান সভাপতি সোলেমান আহমেদ চৌধুরী, সহসভাপতি আফতাব উদ্দিন,সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সমাজসেবী মঈনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আজগর চৌধুরী বলেন, ‘ যে কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের প্রতি যদি কারো আন্তরিকতা বা টান না থাকে তাহলে সে প্রতিষ্ঠান প্রাণ পায় না। যার কারণে অনেক সংগঠন বা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যায়। বাজার ও ব্যবসায়ি কমিটির প্রতি সবসময় আমার আন্তরিক সহযোগী অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান বক্তব্য ইউনিয়ন চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন ঐতিহ্যবাহী এই বাজারে খাদিমপাড়া ও চিকনাগুল ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মানুষ এসে হাটবাজার করে ক্রেতা সাধারণের সাথে ভালো আচরণ করতে হবে। পণ্যের মান বাড়াতে হবে এবং ন্যায্য মূল্য থাকতে হবে। সবকিছু মিলিয়ে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করলে বাজারে ঐতিহ্য এই অঞ্চলের সুনাম বৃদ্ধি পাবে ।’
তিনি আরো বলেন, ‘একই সাথে বাজারের পরিবেশ সুন্দর রাখতে সব সময় পরিস্কার পরিছন্নতা রাখতে হবে। তার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। এ বাজারের উন্নয়নের জন্য আমার সবসময় আন্তরিক চেষ্টা ও সহযোগিতা থাকবে। ’
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি: দিগ্বিজয় ধর, সালেহ আহমদ, বুরহান আহমদ, সাধারণ সম্পাদক: মোঃ হালিম আহমদ বাবলু , যুগ্ম-সাধারণ সম্পাদক: নাজিম আহমদ, কবির আহমদ, অর্থ সম্পাদক: সৈয়দ মারুফ হাসান, সহ-অর্থ সম্পাদক: হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক: কাওছার আহমদ, দপ্তর সম্পাদক: রাজু আহমদ, সহ-দপ্তর সম্পাদক: সালাউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক: লিটন আহমদ সহ-প্রচার সম্পাদক: রুহেল আহমদ, আবুবক্কর সদস্য: শাহিন আলম, শাহ আলম, মোস্তফা, জামিল, সোলেমান।
এছাড়াও সভায় বাজারের উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Channel Jainta News 24 






















