ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
৩০

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যায় সায়পুর প্রাইমারী স্কুল মাঠে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে জনসভা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা বদরুল ইসলানের সভাপতিত্ব ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ছাইদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদের যৌথভাবে সঞ্চালনায়

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম

বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমেদ, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, বড়লেখা–জুড়ীর হাজারো সম্ভাবনা আছে, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে সেই সম্ভাবনা কাজে লাগেনি। আমাদের তরুণরা প্রতিভাবান, আমাদের কৃষকরা পরিশ্রমী, আমাদের মাটি উর্বর কেবল প্রয়োজন সঠিক পরিকল্পনার। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে উপজেলাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করে শিক্ষা, কৃষি, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনব।

 

আমার লক্ষ্য শুধু রাস্তা ঘাট বানানো নয়; একটি নিরাপদ সমাজ গঠন, শান্তি প্রতিষ্ঠা, মাদকের ভয়াল নেশা থেকে তরুণদের রক্ষা করা এবং নৈতিকতার ভিত্তিতে একটি শক্তিশালী প্রজন্ম গড়ে তোলা। আমি প্রতিশ্রুতি দিচ্ছিএকটি বাড়ি, একটি পরিবারও উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না।

 

তিনি আরো বলেন, এই আসনের মানুষ উন্নয়ন দেখে না, দেখে শুধু আশ্বাস। এবার সেই চক্র ভাঙতে হবে। আপনাদের ভোট আমাকে দায়িত্ব দেবে, আর সেই দায়িত্ব আমি আমানত মনে করে পালন করব। আমি কারো দলীয় স্বার্থের রাজনীতি করব না এই এলাকার মানুষের ভবিষ্যৎই হবে আমার রাজনীতি।”

 

বক্তব্য শেষে তিনি জনতার প্রতি আহ্বান জানান

সৎ নেতৃত্ব নির্বাচন করুন, ভবিষ্যৎকে বেছে নিন। আসুন, বড়লেখা–জুড়ীকে একটি মডেল আসন হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরি।

 

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে একজন সৎ, শিক্ষিত এবং দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন, আর সেই যোগ্যতার প্রতিচ্ছবি মাওলানা আমিনুল ইসলাম।

 

এছাড়াও বড়লেখা উপজেলা ও ৪ নং উত্তর শাহবাজপুরের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উনারা বলেন, পরিবর্তনের এ অঙ্গীকার তাদের নতুন আশার আলো দেখিয়েছে। তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আমি আপনাদের লোক,আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই: কলিম উদ্দিন আহমদ মিলন 

Follow for More!

বড়লেখায় মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৩০

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যায় সায়পুর প্রাইমারী স্কুল মাঠে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে জনসভা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা বদরুল ইসলানের সভাপতিত্ব ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ছাইদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদের যৌথভাবে সঞ্চালনায়

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম

বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমেদ, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, বড়লেখা–জুড়ীর হাজারো সম্ভাবনা আছে, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে সেই সম্ভাবনা কাজে লাগেনি। আমাদের তরুণরা প্রতিভাবান, আমাদের কৃষকরা পরিশ্রমী, আমাদের মাটি উর্বর কেবল প্রয়োজন সঠিক পরিকল্পনার। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে উপজেলাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করে শিক্ষা, কৃষি, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনব।

 

আমার লক্ষ্য শুধু রাস্তা ঘাট বানানো নয়; একটি নিরাপদ সমাজ গঠন, শান্তি প্রতিষ্ঠা, মাদকের ভয়াল নেশা থেকে তরুণদের রক্ষা করা এবং নৈতিকতার ভিত্তিতে একটি শক্তিশালী প্রজন্ম গড়ে তোলা। আমি প্রতিশ্রুতি দিচ্ছিএকটি বাড়ি, একটি পরিবারও উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না।

 

তিনি আরো বলেন, এই আসনের মানুষ উন্নয়ন দেখে না, দেখে শুধু আশ্বাস। এবার সেই চক্র ভাঙতে হবে। আপনাদের ভোট আমাকে দায়িত্ব দেবে, আর সেই দায়িত্ব আমি আমানত মনে করে পালন করব। আমি কারো দলীয় স্বার্থের রাজনীতি করব না এই এলাকার মানুষের ভবিষ্যৎই হবে আমার রাজনীতি।”

 

বক্তব্য শেষে তিনি জনতার প্রতি আহ্বান জানান

সৎ নেতৃত্ব নির্বাচন করুন, ভবিষ্যৎকে বেছে নিন। আসুন, বড়লেখা–জুড়ীকে একটি মডেল আসন হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরি।

 

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে একজন সৎ, শিক্ষিত এবং দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন, আর সেই যোগ্যতার প্রতিচ্ছবি মাওলানা আমিনুল ইসলাম।

 

এছাড়াও বড়লেখা উপজেলা ও ৪ নং উত্তর শাহবাজপুরের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উনারা বলেন, পরিবর্তনের এ অঙ্গীকার তাদের নতুন আশার আলো দেখিয়েছে। তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।