
আব্দুল হাদী ,ওসমানীনগর ::
২০১৮ সালের ৩০ ডিসেম্ভর অনুষ্টিত একাদশ নির্বাচনে সিলেট- ২ আসনে (ওসমানীনগর-বিশ্বনাথ) উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচনে জ্বয়লাভ করেন মোকাব্বির খান। এর আগে এ প্রতীকের নাম ভোটারের কাছে ছিলো অজানা। পুনরায় ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে মোকাব্বির খান নির্বাচনে অংশ করলে জামানত বাজেয়াপ্ত হয়। এর পর আর তাকে রাজনীতিতে দেখা যায়নি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এবার উক্ত আসনে এডভোকেট মুজিবুল হক’কে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
জানাযায় , একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের ডক্টর কামালের সাথে সমঝোতা করে নির্বাচনে আসে বিএনপি । এরই ধারাবাহিকতায় সিলেট-২ আসনে ধানের শীষের তথা বিএনপির প্রার্থী হয়েছিলেন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা। কারন বসত উনার প্রার্থীতা বাতিল হয়ে যায়।অপরদিকে মনোনয়ন পত্র জমা দিয়ে বিএনপিকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন মোকাব্বির খান। লুনা’র নির্বাচনে অংশ গ্রহন না করায় তিনি দেশে এসে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সূর্যের জ্বয়লাভ বলতে ধানের শিষের জ্বয়লাভ এই স্লোগান ভোটারের কাছে পৌছালে , আসনটিতে গুম হওয়া বিএনপি নেতা সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর ভক্ত এবং ভোটার বেশি থাকায় বিএনপির ভোটে উদীয়মান সূর্য জ্বয়লাভ করে।
এবারের নির্বাচনে কারো সাথে জোটবদ্ধ নয় গণফোরাম। তাই একক ভাবে নির্বাচনে অংশ গ্রহন করবে দলটি। এর সুবাধে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ভোটের মাটে কেমন সুবিধা করতে পারবেন দলের প্রার্থী এটাই এখন অপেক্ষর বিষয়।
এব্যাপারে প্রার্থী এডভোকেট মুজিবুল হক জানান, গণফোরাম একটি জনপ্রিয় দল। উদীয়মান সূর্য প্রতীকে মানুষ ভোট দেবে। নির্বাচন যদি অবাধ এবং সুষ্ট ভাবে অনুষ্টিত হয় তাহলে এ আসনে তার জ্বয়লাভ করারও সম্ভবনা রয়েছে বলেও তিনি মনে করেন।
Channel Jainta News 24 























