
সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ১০ (দশ) জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে নভেম্বর মাসে সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একশ ছাড়ালো। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পহেলা নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন রোগী ভর্তি আছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৫ জন রোগী ভর্তি আছেন। এছাড়া মৌলভীবাজারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ২ জন রোগী ভর্তি আছেন বলে জানা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেটে ৪১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২২২ জনসহ সিলেটে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৩ জন ও সুনামগঞ্জে ৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর সুনামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জীবানু বহনকারী এডিস মশার জেনেটিক বৈশিষ্টের পরিবর্তন ঘটেছে। পূর্বে এ মশা শুধু দিনে কামড়ালেও এখন দিনে বা রাতে যেকোন সময়েই কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ দিনে-রাতে যেকোন সময় ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Channel Jainta News 24 
























