
আলী আহসান রবি :
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র পথ।
আজ সোমবার ঢাকার বনানীতে হোটেল শেরাটনে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ এবং কনফ্লিক্ট অ্যান্ড রেজিলেন্স রিচার্জ ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত “CHARTING PEACE, SECURING BORDERS: BANGLADESH POST-ELECTION CHALLENGES IN THE ROHINGYA CRISIS” শীর্ষক এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রনীত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধনের গেজেট শীঘ্রই প্রকাশিত হবে। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) তিনটি কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ILO-এর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে, যা শ্রমিক সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
রোগিঙ্গা ইস্যুতে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান কোনো অস্ত্রের বিষয় নয়, এটি কূটনীতির বিষয়। মিলিটারি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এভাবে সমাধানের চেষ্টা করলে আমাদের দেশ কোথায় যাবে জানি না। মিয়ানমারকে আন্ডারমাইন করা উচিত হবে না।’
উপদেষ্টা আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই এটা সমাধানের একমাত্র পথ। এর মাধ্যমেই রোহিঙ্গাদের তাদের ভূমিতে ফেরানো সম্ভব হবে। বিকল্প কোনোভাবে নয়।
বৈঠকে অন্যান্যের মধ্য বক্তব্য প্রদান করেন এফএসডিএস এর ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, মেজর জেনারেল (অব:) আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবীর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: তৌফিকুল ইসলাম
Channel Jainta News 24 























