
পারভেজ হাসান লাখাই প্রতিনিধি :হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী এবং হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার, সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ এডভোকেট সালেহ উদ্দিন আহম্মেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৭ই নভেম্বর, সোমবার, ভোরে আনুমানিক ৫:০০ টায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি হবিগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মঈন উদ্দিন সাঁকোর বাবা। তাঁর মৃত্যুতে হবিগঞ্জসহ লাখাই উপজেলার সিংহগ্রাম এবং মোহনপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
তিনি ১৬ই মার্চ, ১৯৫৭ ইংরেজি লাখাই উপজেলার সিংহগ্রামে মৃত দৌলত মিয়া ও মৃত খুশবানুর গর্ভে জন্মগ্রহণ করেন। তার প্রথম জানাজা মোহনপুর উত্তর জামে মসজিদে বাদ যোহর ও দ্বিতীয় জানাজার নামাজ হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণ দুপুর ২:১৫ মিনিটে অনুষ্ঠিত হয় । তৃতীয় জানাজা নিজ গ্রাম সিংহ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হয়।
তৃতীয় জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর গ্রামের বাড়ির কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর এই প্রয়াণে জাতি একজন নিবেদিতপ্রাণ আইনজীবী ও দেশের একজন বীর সন্তানকে হারালো।
Channel Jainta News 24 
























