
রাজু আহমেদ রমজান:
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পূনমূল্যায়নের দাবীতে গণমিছিল করেছে তৃনমুল বিএনপি ও সাধারণ জনতা। সোমবার বিকালে তাহিরপুর উপজেলা সদর বাজারে গণমিছিল করেন হাজার হাজার মানুষ।
‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদর বাজার এলাকা। এর আগে একই দাবিতে ধর্মপাশা উপজেলার বড়ই বাজারে গণমিছিল-সভা করেন তৃণমূল বিএনপি ও সাধারণ জনতা।
উল্লেখ্য, বিএনপির দুঃসময়ে লড়াকু নেতা ছিলেন হাওরবন্ধুখ্যাত কামরুজ্জামন কামরুল। শত প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল তাঁর। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল তাহিরপুর উপজেলা পরিষেদের সাবেক জনন্দিত চেয়ারম্যান।
গণ মিছিলে শ্লোগান ছিল ‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’। তাহিরপুর বাজার থেকে শুরু হওয়া গণমিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মিল হক নাসরুম, যুবদল নেতা সামরুল ইসলাম, ছাত্রদল আহবায়ক আবুল হাসেন রাসেল প্রমুখ।
এ প্রসঙ্গে বিএনপি মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামন কামরুল বলেন ,আমি ঢাকা অবস্থান করছি। জানতে পারলাম দুপরে ধর্মপাশা উপজেলার বড়ই বাজার অন্যদিকে বিকালে তাহিরপুর সদরে তৃনমুল বিএনপি ও সাধারণ জনগণ গণমিছিল করেছেন। আমার বিশ্বাস দলীয় হাই কমান্ড চুড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে তৃনমূল বিএনপি ও সাধারণ জনগনের মতামতকে প্রাধান্য দিবেন। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে।
Channel Jainta News 24 




















