
তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও প্রবীণ রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী বীর বিক্রম রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে পাঠানো চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
চিঠিতে শমসের মবিন চৌধুরী লিখেছেন, ‘এই মর্মে আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে অবগত করছি যে, শারীরিক কারণে আমি শমসের এম চৌধুরী রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তৃণমূল বিএনপির সব পদ থেকে আমি পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হইল।’

সাবেক সামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরীর রাজনীতিতে উত্থানটা ছিল বেশ নাটকীয়। বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। একই সরকারের আমলে তাকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়।
Channel Jainta News 24 





















