
সিলেটে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫। পরীক্ষায় সিলেট জেলা শাখার বিভিন্ন স্কুল থেকে ৮০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গত শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় দেশব্যাপী একযোগে বৃত্তি পরীক্ষা শুরু হয়। সিলেটে এ পরীক্ষার কেন্দ্র ছিল নগরীর জিন্দাবাজারস্থ দি এইডেড হাইস্কুল।
সিলেটে পরীক্ষার কেন্দ্র পরিচালনা করেন সিলেট জেলা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মো. সাজিদুর রহমান, যুগ্ম আহবায়ক মো. ইশ্রাফিল, সদস্য সচিব মো. মুহিব উল্লাহ। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী জাফর আহমেদ, সহকারী অধ্যাপক হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক কলমযোদ্ধা লিয়াকত আলী খান প্রমুখ।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন কেন্দ্র প্রধান নাজমা আক্তার, কেন্দ্র সচিব মিফতাহুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক শাহিনুর রহমান চৌধুরী, কেন্দ্র সুপার মো. দুদু মিয়া, হল সুপার সালমা বেগম, শাহাব উদ্দিন শিহাব, হামজাউর রহমান, ক্ষিতীশ তালুকদার, শাহনাজুল ইসলাম শিকদার, শহিদুর রহমান চৌধুরী, মুখলেছুর রহমান, মাওলানা বদরুল আলম, মওদুদ আহমদ, কমলেনদু কমল, জাহাঙ্গীর আলম, চৌধুরী আবুল হাসনাত শামিম, সৈয়দ সাইদুল হাসান, সুহেল আহমদ, নুরুন নাহার, মতিউন নাহার, শিলা দেবি, সজল দেবনাথ, ইভা বেগম, উত্তম দাশ প্রমুখ।
অংশগ্রহণকারী স্কুলগুলো হলো কিশোর কলি প্রি-ক্যাডেট একাডেমি, আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, আর-রাইয়্যান ইন্টারন্যাশনাল স্কুল, নিউ ব্লুবেল স্কুল এন্ড কলেজ, আব্দুল গফুর আদর্শ ইসলামি কিন্ডারগার্টেন, মেরিট হোম, সিলেট ল্যাবরেটরি স্কুল, শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন, নিউ রয়েল ফ্যালকন ইন্টারন্যাশনাল স্কুল, গ্রীন বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল, হিলসিটি ইন্টারন্যাশনাল স্কুল, গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, হাফিজ সুলতানা ইসলামি কিন্ডারগার্টেন এন্ড হিফজ বিভাগ, মা-মনি কিন্ডারগার্টেন, জিনিয়াস একাডেমি, সিটি বেবি কেয়ার স্কুল, পিডিবি প্রাথমিক বিদ্যালয়, মেধালয়, রাইটওয়ে স্কুল, আনোয়ারা-মতিন একাডেমি, বিদ্যা সিঁড়ি স্কুল এন্ড কলেজ, এভারগ্রীন স্কুল এন্ড কলেজ, মুহিবুর রহমান একাডেমি, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ, সফির উদ্দিন কিন্ডারগার্টেন, ইকরা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমি, সোনার বাংলা মডেল একাডেমি, সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুল, নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল, অক্সফোর্ড মডেল স্কুল, লালমিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন, পিরেরগাও কিন্ডারগার্টেনসহ অন্যান্য প্রতিষ্ঠান।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরীক্ষা কেন্দ্র সুশৃঙ্খল ও সুষ্ঠু হওয়ায় অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ বৃত্তি পরীক্ষার ধারা আগামীতেও নিয়মিতভাবে চলবে বলে জানান আয়োজকরা।
Channel Jainta News 24 



















