
জকিগঞ্জ সংবাদদাতা ::
সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজলের সন্তান গোলাম রাব্বানী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেছেন
গোলাম রাব্বানী ছোটবেলা থেকেই শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর অধ্যবসায়, নিষ্ঠা ও জ্ঞানচর্চার প্রতি গভীর একাগ্রতা তাকে বিশ্ববিদ্যালয় জীবনে অসাধারণ সাফল্য এনে দিয়েছে। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়েই প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন যা তাঁর মেধা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত।
শুধু শিক্ষাগত কৃতিত্বই নয়, গবেষণাক্ষেত্রেও তাঁর সক্রিয় অবদান রয়েছে। ইতিপূর্বে তাঁর বহু গবেষণা ও প্রবন্ধ বিভিন্ন স্বনামধন্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে*। পাশাপাশি তিনি দেশ-বিদেশের নানা সেমিনার, কর্মশালা ও একাডেমিক আলোচনায় অংশগ্রহণ করে নিজেকে আরও সমৃদ্ধ করেছেন।
গোলাম রাব্বানী বিশ্বাস করেন, একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হলো একজন মানুষকে আলোকিত করা, তাকে তার সঠিক সম্ভাবনা চিনিয়ে দেওয়া। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সেই দায়িত্ব কাঁধে নিয়ে তিনি শুরু করেছেন নতুন যাত্রা। জাতির আলোকবর্তিকা হিসেবে জ্ঞান, মূল্যবোধ ও নৈতিকতা দিয়ে শিক্ষার্থীদের আলোকিত করতে বদ্ধ পরিকর।
গোলাম রাব্বানী কিছুদিন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেযে শিক্ষকতা করেন পরবর্তিতে গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ঢাকায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক ছিলেন। গঙ্গাজলের সোনারগ্রামের কৃতি সন্তান গোলাম রাব্বানীর গর্বিত পিতা মরহুম মাওলানা ক্বারি আব্দুল হাসিব নোমানি ছিলেন এক আদর্শ মানুষ গড়ার কারিগর। তিনি ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। একজন আদর্শ পিতার যোগ্য উত্তরসূরী গোলাম রাব্বানী জকিগঞ্জের রাবেয়া খাতুন জেনারেল হাসপাতালের ডাক্তার গোলাম কিবরিয়ার বড়ো ভাই। একটি আলোকিত পরিবারের সন্তান গোলাম রাব্বানী। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো আবুল কালাম আজাদ জানান, পাশাপাশি দূটি বাড়ির দুজন আলোকিত সন্তান শাবিপ্রবির শিক্ষক হওয়ায় আমাদের এলাকার লোকজন খুবই আনন্দিত। গোলাম রাব্বানীর পাশের বাড়ি গঙ্গাজলের সম্ভ্রান্ত পরিবারের সন্তান জসির আহমদ ইতোপূর্বে শাবিপ্রবির ফিজিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ দিকে গোলাম রাব্বানী এখন একই বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের গর্বিত প্রভাষক, এটি আমাদের জন্য এক অনন্য পাওনা। জসির আহমদ ও গোলাম রাব্বানী আমাদের অহংকার আমাদের অনাগত সন্তানদের প্রেরণার উৎস। তারা দু’জনই অত্যন্ত বিনয়ী, ধার্মিক আদর্শের মূর্ত প্রতীক। গঙ্গাজল তথা সিলেটের অহংকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জসির আহমদ ও গোলাম রাব্বানীকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
Channel Jainta News 24 
























