
বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেখ লোকমান মিয়ার নেতৃত্বাধীন সমিতির বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সমিতির ১৪৮ সদস্যের মধ্যে ১০১ সদস্য সমিতির প্রধান নির্বাচন কমিশনার বরাবরে বর্তমান কমিটির উপর লিখিত অনাস্থা প্রকাশ করে কমিটির বিলুপ্তি ও নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
অন্যদিকে কার্যকরী কমিটির ১৩ সদস্যের মধ্যে ৮ জন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগী সদস্যরা হলেন- সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রবাসে চলে যাওয়ার জন্য সাধারণ সম্পাদক এর পদ শূন্য হয়, প্রচার সম্পাদক মাহবুবুল হক মুকুল, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, কার্যকরী সদস্য অমৃত ঘোষ, কার্যকরী সদস্য মিজানুর রহমান, কার্যকরী সদস্য সুমন রাজা, কার্যকরী সদস্য কামাল আলী গাজী।
এ অবস্থায় বৃহস্পতিবারের সাধারণ সভায় সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যকরী কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত ঘেষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা দলিল লেখক সমিতির সভাপতি ফরিদুর রহমান। তিনি জানান সভায় সমিতির নির্বাচন কমিশনার এম.এ হায়দারের সমন্বয়ে সমিতির বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সমিতির প্রধান নির্বাচন কমিশনার এমএ হায়দার ১০১ সদস্যের লিখিত অনাস্থা পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কমিটির কার্যকরী ১৩ সদস্যের মধ্যে ৮ সদস্য পদত্যাগ করায় গঠনতন্ত্র অনুযায়ী কমিটি স্বয়ংক্রিয় ভাবে বিলুপ্ত হয়ে গেছে। তাই সভায় কমিটি বিলুপ্তির বিষয়টি চুড়ান্ত করা হয়েছে।
Channel Jainta News 24 



















