
সুনামগঞ্জ সংবাদদাতা ::
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা চলে।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর পরিচালনায় গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, বিএনপি নেতা অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমদ, জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর তোফায়েল আহমেদ খাঁন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল বাশার, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরপ্রধান, সুধীজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলার উন্নয়ন বিষয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
Channel Jainta News 24 

























