
ডেস্ক : নিউজ : ওমরাহ হজ্জ পালনে সৌদিআরবে অবস্থানর ৩৯ জন হাজীদের নিয়ে নিজ সার্বিক ব্যবস্থাপনায় মক্কা মদিনার বিভিন্ন ধর্মীয় ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখালেন জৈন্তাপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু।
আবদুল গাফফার চৌধুরী খসরু পবিত্র ওমরা হজ পালন করতে গিয়ে মদিনার ঐতিহাসিক মসজিদে নববীর বাহিরের প্রাঙ্গণে (Courtyard)। জৈন্তাপুরের হাজীদের সঙ্গে মিলিত হয়ে ফটো তোলেন। পবিত্র ভূমিতে একই এলাকার মানুষের এমন মিলনমেলা প্রবাসী ও স্থানীয় মহলে উচ্ছ্বাস ছড়িয়েছে।
মদিনার মসজিদে নববীর আলোকিত মিনার ও খোলা চত্বরের সামনে একত্রে দাঁড়িয়ে সবাই একে অপরের খোঁজখবর নেন এবং জৈন্তাপুরের কল্যাণে মিলেমিশে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মানবিকতা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অবদানের জন্য সুপরিচিত রোটারিয়ান খসরুর সঙ্গে পবিত্র স্থানে এই দেখা-সাক্ষাৎ জৈন্তাপুরের মানুষের সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর করেছে।
তিনি জৈন্তাপুর থেকে ওমরাহ হজ্জ পালনে যাওয়া ৩৯ হাজীদের নিয়ে মক্কা মদিনার ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলো সবাইকে নিয়ে ঘুরে দেখেছে। পাশাপাশি সৌদিআরব অবস্থান কালীন সময়ে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নেতৃবৃন্দ সহ জৈন্তাপুরের প্রবাসী বাংলাদেশির সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
Channel Jainta News 24 



















