
সাইয়্যেদ শান্ত- পঞ্চগড় প্রতিনিধি:-
পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত-কাজলদীঘি ইউনিয়নের ধামের ঘাট সীমান্তে ভারতীয় শাড়ি ও ভারতীয় শাল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ ধামের ঘাট বিওপির দুটি টহল দল। যার সিজার মূল্য ৬ লক্ষ ৭৮ হাজার টাকা।
বিজিপির দেয়া প্রেস রিলিজ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে ধামের ঘাট বিওপির লাহেরীপাড়া এলকায় অভিযান পরিচালনা করেন ৫৬ বিজিবি অধিনস্থ দুটি টহল দল। এসময় সীমান্ত পিলার ৭৭১/১ এস হতে ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মালিক বিহীন অবস্থায় ১৯ পিস ভারতীয় শাড়ি ও ৯০ পিস ভারতীয় শাল চাদর উদ্ধার করা করেন ধামের ঘাট বিওপির টহল দল।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি কতৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে৷ সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মুল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Channel Jainta News 24 
























