
সেলিম মাহবুবঃ
ছাতক পৌরসভার আয়োজনে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পৌর শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর এলাকার ৫ টি উচ্চ বিদ্যালয় ও ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪১০ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নজরদারি।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যেই পৌরসভা নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার কমে আসবে এবং শিক্ষার মান উন্নত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র চক্রবর্তী, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের বিজয় কুমার দাস, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. রবিউল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, পৌর কর নির্ধারক শহীদুল হক মোল্লা,কর আদায়কারী মো. জামাল উদ্দিন
ছাতক সরকারি হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল, পৌর সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া সহ ছাতক পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দ।
Channel Jainta News 24 

























