
জৈন্তাপুর সংবাদদাতা: জৈন্তাপুরে ফুটবল খেলতে গিয়ে নিহত নবম শ্রেণির পরীক্ষার্থী ইমন আহমদ’র শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিলেট ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে তিনি মরহুম শাকিলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় তিনি বলেন, “একজন তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারসহ সকলের জন্য কষ্টদায়ক । তার মৃত্যু মানে একটি পরিবার ভেঙে যাওয়া, একটি স্বপ্ন নিভে যাওয়া।” মহান আল্লাহ তাকে জান্নাত বাসী করুন এই প্রার্থনা করছি। ইমনের পরিবারের পাশে আমরা আছি সব সময়।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার স্থানীয় মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ইমন খেলায় অংশ নেন। খেলাকালীন সময়ে অসাবধানতাবশত মাঠের নিকটে থাকা একটি গাছের কাটা অংশের সাথে তার মুখমণ্ডল ও মাথার স্পর্শকাতর অংশে আঘাত লাগে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টায় ইমন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ইমন আহমেদ (১৬)। সে উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ছিল।
Channel Jainta News 24 



















