ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা ভুল: সেনাপ্রধান

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৮ পড়া হয়েছে
৩৮

অনলাইন ডেস্ক :: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশের অর্ধেক মানুষ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন জয়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে। তারা দেশ-জাতি গঠনে কাজ করে যাবে।’

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানটির শুক্রবার ছিল দ্বিতীয় দিন। অনুষ্ঠানে সেনাপ্রধান প্যারেডে সালাম গ্রহণ করেন এবং প্যারেডে অংশ নেওয়া ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও অগ্রগতির কামনা করেন।

 

সেনাপ্রধান আরো বলেন, ‘আমরা অনেকেই স্বশিক্ষিত হতে পারি কিন্তু সুশিক্ষিত হই না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করা বা পিএইচডি করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেই সব নয়। নৈতিকতা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। শুধু ভালো ছাত্র বা ভালো রেজাল্ট যথেষ্ট নয়, আমাদের সবারই ভালো মানুষ হতে হবে।’

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক ও জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Follow for More!

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত: ১০:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
৩৮

অনলাইন ডেস্ক :: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশের অর্ধেক মানুষ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন জয়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে। তারা দেশ-জাতি গঠনে কাজ করে যাবে।’

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানটির শুক্রবার ছিল দ্বিতীয় দিন। অনুষ্ঠানে সেনাপ্রধান প্যারেডে সালাম গ্রহণ করেন এবং প্যারেডে অংশ নেওয়া ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও অগ্রগতির কামনা করেন।

 

সেনাপ্রধান আরো বলেন, ‘আমরা অনেকেই স্বশিক্ষিত হতে পারি কিন্তু সুশিক্ষিত হই না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করা বা পিএইচডি করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেই সব নয়। নৈতিকতা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। শুধু ভালো ছাত্র বা ভালো রেজাল্ট যথেষ্ট নয়, আমাদের সবারই ভালো মানুষ হতে হবে।’

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক ও জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।