প্রকাশিত:
০৯:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
১৮
পড়া হয়েছে
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি ককটেল উদ্ধার
আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬:১০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের ৭নং সেক্টরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন...
৩৩
আলী আহসান রবি :
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬:১০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের ৭নং সেক্টরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।