ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের এইচপিভি টিকা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১২ পড়া হয়েছে
২৩

জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটে একটি হোটেলের হলরুমে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এইচপিভি ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২2 অক্টোবর মঙ্গলবার জেলা তথ্য অফিস আয়োজিত ওরিয়েন্টেশন সভায় সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন ও জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ। এতে আরো বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন, বাংলাদেশ স্কাউটসের সিলেট মেট্রোপলিটনের সম্পাদক মো. মতিউর রহমান, এবং গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের স্কাউটস টিচার মো. সাদ্দাক হোসেন। সভায় বক্তাগণ এইচপিভি ভ্যাকসিন গ্রহণ ও এর উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন তাঁর বক্তব্যে বলেন, কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা একটি খুবই ভালো প্রতিরোধক। এ বিষয়টি অনুধাবন করে সরকার আগামী ২৪ অক্টোবর ২০২৪ বিনামূল্যে ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া কিশোরীদের এ টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকেও নিকটস্থ টিকা কেন্দ্রসমূহে এ টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণ থেকে কেউ যাতে বাদ না পড়েন সে বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিক সময়ে এ টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

 

জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ তাঁর বক্তব্যে বলেন, কিশোরী শিক্ষার্থীদের এইচপিভি টিকা গ্রহণের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সরকার প্রদত্ত বিনামূল্যে টিকা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করা জরুরি। এ ধরনের কর্মসূচি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

জেলা তথ্য অফিস সিলেটের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, ইউনিসেফের উদ্যোগে (এইচপিভি) (Human Papiloma Virus) ভ্যাকসিনের উপর বিশেষ সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা তথ্য অফিস। এ ক্যাম্পেইনে ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত (যারা স্কুলে যায় না তাদের ক্ষেত্রে ১০-১৪ বৎসর পর্যন্ত) মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। বিদ্যালয় ও টিকা কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যারা আজকের অনুষ্ঠানে আসেনি তাদেরকে বিষয়টি জানানোর অনুরোধ করে তিনি বলেন, এইচপিভি ভ্যাকসিনের ওপর তথ্য অফিস প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিদ্যালয় ও সংশ্লিষ্ট জনগণের কাছে যাচ্ছে। সরকারের এ উদ্যোগকে সফল করতে সকলকে উদ্যোগী ভূমিকা পালনের অনুরোধ জানান মো. সালাহ উদ্দিন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

Follow for More!

জেলা তথ্য অফিসের এইচপিভি টিকা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
২৩

জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটে একটি হোটেলের হলরুমে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এইচপিভি ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২2 অক্টোবর মঙ্গলবার জেলা তথ্য অফিস আয়োজিত ওরিয়েন্টেশন সভায় সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন ও জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ। এতে আরো বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন, বাংলাদেশ স্কাউটসের সিলেট মেট্রোপলিটনের সম্পাদক মো. মতিউর রহমান, এবং গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের স্কাউটস টিচার মো. সাদ্দাক হোসেন। সভায় বক্তাগণ এইচপিভি ভ্যাকসিন গ্রহণ ও এর উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন তাঁর বক্তব্যে বলেন, কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা একটি খুবই ভালো প্রতিরোধক। এ বিষয়টি অনুধাবন করে সরকার আগামী ২৪ অক্টোবর ২০২৪ বিনামূল্যে ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া কিশোরীদের এ টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকেও নিকটস্থ টিকা কেন্দ্রসমূহে এ টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণ থেকে কেউ যাতে বাদ না পড়েন সে বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিক সময়ে এ টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

 

জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ তাঁর বক্তব্যে বলেন, কিশোরী শিক্ষার্থীদের এইচপিভি টিকা গ্রহণের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সরকার প্রদত্ত বিনামূল্যে টিকা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করা জরুরি। এ ধরনের কর্মসূচি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

জেলা তথ্য অফিস সিলেটের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, ইউনিসেফের উদ্যোগে (এইচপিভি) (Human Papiloma Virus) ভ্যাকসিনের উপর বিশেষ সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা তথ্য অফিস। এ ক্যাম্পেইনে ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত (যারা স্কুলে যায় না তাদের ক্ষেত্রে ১০-১৪ বৎসর পর্যন্ত) মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। বিদ্যালয় ও টিকা কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যারা আজকের অনুষ্ঠানে আসেনি তাদেরকে বিষয়টি জানানোর অনুরোধ করে তিনি বলেন, এইচপিভি ভ্যাকসিনের ওপর তথ্য অফিস প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিদ্যালয় ও সংশ্লিষ্ট জনগণের কাছে যাচ্ছে। সরকারের এ উদ্যোগকে সফল করতে সকলকে উদ্যোগী ভূমিকা পালনের অনুরোধ জানান মো. সালাহ উদ্দিন।