সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের ঘাটাইলে মহিলা কলেজে বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইলে মহিলা কলেজে বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি::

টাঙ্গাইলের ঘাটাইলে ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রী কলেজে বহিরাগত প্রবেশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, এলাকাবাসী ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। সোমবার ২১ অক্টোবর দুপুরে কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন ব্রাক্ষণশাসন মহিলা ডিগ্রি

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাশ্বের আহম্মেদ,

কলেজের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহীন,(সাবেক চেয়ারম্যান)

বিদুৎ সাহী সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম (বাদল), ঘাটাইল উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক,

সহকারী অধ্যাপক জুলফিকার আলী সহ শিক্ষক প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, বহিরাগতরা কলেজে প্রবেশ করে ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করে। অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্নসহ লেখাপড়ার পরিবেশ হুমকির মুখে পড়েছে। বহিরাগতদের প্রবেশ বন্ধসহ তাদের শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সংবাদটি শেয়ার করুন