
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ভারতীয় ৪২ বস্তা চিনি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টায় কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ফেঁদারগাঁও এলাকার পিয়াইন নদীর দক্ষিণ পাড় থেকে ৪২ বস্তা ভারতীয় চিনি ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
আটককৃত চিনি ও নৌকার বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।
আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জের বিজয় পাড়ুয়া হাওর এলাকার বশির মিয়ার ছেলে কুতুব উদ্দিন (২৪) (নৌকার মাঝি) ও আছদ্দর আলীর ছেলে আলা উদ্দিন (২৫)।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে করলে তাঁরা জানিয়েছেন তাহাদের সাথে থাকা অজ্ঞাতনামা ১ জনের সহযোগিতায় ভারতীয় চিনি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে কোম্পানীগঞ্জে এনেছি সিলেটে পাচার করার জন্য। চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। অবৈধভাবে সংগঠিত অপরাধ ও অপরাধীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
Channel Jainta News 24 




















