
ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন আবারও তার জনপ্রিয়তার প্রমাণ দিলেন। শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে হাজির হন তিনি। আর তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই বনানীর রাস্তায় নেমে আসে শত শত দর্শক ও ভক্ত।
নতুন রূপে হাজির হওয়া শাকিবকে এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ঢল পড়ে পুরো এলাকায়। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউবা চিৎকার করে বলছেন— “শাকিব খান! শাকিব খান!”
নায়কও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে ভিড়ের সামনে এসে হাত নেড়ে শুভেচ্ছা জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ভক্তদের ভালোবাসাই আমার শক্তি। নতুন কাজগুলো আপনাদের জন্যই করছি।”
সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর ফার্স্ট লুক, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ, আর শাকিবের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
Channel Jainta News 24 























