
অনলাইন ডেস্ক:: সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে ও সদস্য সচিব করা হয়েছে আরিফ সোহেলকে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।
চার সদস্যের আহ্বায়ক কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমার নাম ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এক নজরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি
আহ্বায়ক: হাসনাত আব্দুল্লাহ
সদস্য সচিব: আরিফ সোহেল
মুখ্য সংগঠক: আব্দুল হান্নান মাসুদ
মুখপাত্র: উমামা ফাতেমা
Channel Jainta News 24 

























