
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে ভারত থেকে অবৈধভাবে আনা ৬০০ কেজি পোস্তদানা জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সেনাবাহিনীর ১৭ এফআইইউ-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে হরিপুর থেকে সিলেটগামী একটি ডিআই পিকআপ তল্লাশি করে পিকআপের ভেতর থেকে প্রায় ৬০০ কেজি ভারতীয় পোস্তদানা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।
চেকপোস্টে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত পিকআপ ও পোস্তদানা সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দ করা মালামাল ও যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Channel Jainta News 24 




















