
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত শাহ আরেফিন টিলায় হঠাৎ অভিযান চালিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গর্ত থেকে অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ. পিপিএম, ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্স।
জেলা প্রশাসক সারোয়ার আলম এ সময় বলেন আমরা পরিদর্শন করলাম। মনে হচ্ছে কয়েক বছর যাবত এখন থেকে পাথর উত্তলন করা হচ্ছে৷ আমরা এখানে এস বোমা মেশিন যেকোনো পেয়েছি এবং ধ্বংস করেছি। এখান থেকে পাথর উত্তলন যেকোনো মূল্যে বন্ধ করতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে সে যেই হোক। এভাবে পাথর উত্তলন ফলে পরিবেশ এর ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। কারণ এখানে তাদের ও গাফিলতি আছে৷ পাশাপাশি দুঃখজনক হলেও সত্য এখানে সাদা পাথরের মত রিকোভার করা সম্ভব না। এখানে প্রায় জায়গায় ১০০/১৫০ ফুট গর্ত করা হয়েছে। যাদের মেইলে শাহ আরফিন ও সাদা পাথর পাওয়া যাবে তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না।
Channel Jainta News 24 
























