সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ০৪:৫১ অপরাহ্ণ
নবীগঞ্জে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার

নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে চার আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) রাজিব রহমান, এসআই(নিঃ) পিযুষ কান্তি দেবনাথ, এএসআই (নিঃ) সুব্রত কুমার দাশ ও এএসআই(নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জিআর-৮৬/২২ (নবী) এর ০১ (এক) বছরের সশ্রম সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী সদর ইউনিয়নের বারৈকান্দি গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে ফজল মিয়া (২৩), চৌশতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে কয়সর মিয়া (২০), সিআর-৪৩১/২৪ (নবী) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত ঝাড়ু মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩২), উপজেলার কমলাপুর গ্রামের বাতেন উল্লার পুত্র বজলু মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন চার জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারের পর তাদের কে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!