ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র‌্যালি-সমাবেশ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩১ পড়া হয়েছে

Oplus_131072

২২

সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্টারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দীন আহমেদ, সহ-সভাপতি জনাব আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কারিগরী ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সিলেট জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, যুগ্ম আহবাহক ও সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান জাকারিয়া, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী সুহেল, চাকরি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন আকন্দ, শাবিপ্রবির সহকারী প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পিডব্লিউডি এর সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছালাম, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশফাকুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাবেদ আহমদ, জেলা শাখার কাউন্সিলর মো. সালাহ উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মো. মিরাজ আহমেদ, মো. জাবেদ আলম, মো. ফরিদ আহমদ, মো. আব্দুল আহাদ, রমাপদ দাশ, আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। বক্তারা বলেন, প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র‌্যালি-সমাবেশ

প্রকাশিত: ০৪:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২২

সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্টারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দীন আহমেদ, সহ-সভাপতি জনাব আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কারিগরী ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সিলেট জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, যুগ্ম আহবাহক ও সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান জাকারিয়া, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী সুহেল, চাকরি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন আকন্দ, শাবিপ্রবির সহকারী প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পিডব্লিউডি এর সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছালাম, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশফাকুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাবেদ আহমদ, জেলা শাখার কাউন্সিলর মো. সালাহ উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মো. মিরাজ আহমেদ, মো. জাবেদ আলম, মো. ফরিদ আহমদ, মো. আব্দুল আহাদ, রমাপদ দাশ, আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। বক্তারা বলেন, প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে।