
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
পিএফজির অ্যাম্বাসেডর শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা।
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে অংশ নেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্যরা কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা, নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট), পিপল এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার (প্যাভ) এবং মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)।
প্রশিক্ষণে বক্তারা বলেন, সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পারিবারিক ও সামাজিক জীবনে ছোট থেকেই সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাখেন, স্থানীয় পিএফজি অ্যাম্বাসেডর আনহারুল ইসলাম,নারী অ্যাম্বাসেডর নাফিজা তাবাসসুম ফারিয়া, কাজী আসমা, হাজি এলেমান কবীর, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, আশিদ্রোন ইউনিয়নের সদস্য মকসুদুর রহমান, ফারিয়া সভাপতি দেবব্রত হাবুল, শিক্ষিকা নাজমুন নাহার লাভলি ও আন্তঃধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাওলানা এম এ রহিম নোমানি, সাংবাদিক রুবেল আহমেদ ও নূর মোহাম্মদ সাগর খাইরুন নাহার লিপি প্রমুখ
Channel Jainta News 24 

























