
হেলাল আহমদ জৈন্তাপুর:: জৈন্তাপুর কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ নভেম্বর) সকাল ১১টায় মর্নিং বার্ডস কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন মো. রমিজ উদ্দিন, সহকারী শিক্ষক, মর্নিং বার্ডস কিন্ডারগার্টেন স্কুল। সভাপতিত্ব করেন জনাব মো. বশির উদ্দিন এম এ, সভাপতি, জৈন্তাপুর কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুরের দি চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের প্রতিষ্ঠাতা এবং উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকগণ।
সভায় মূল আলোচ্য বিষয় হিসেবে উপজেলার প্রতিটি কিন্ডারগার্টেন স্কুলের পাঠদানের মান উন্নয়নে স্কুলগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংগঠনের গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী সভায় উপজেলার সব স্কুলের প্রধানদের উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া জৈন্তাপুর উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলকে নিয়ে একটি বার্ষিক বনভোজনের আয়োজন ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়।
সভা শেষে সভাপতি জনাব মো. বশির উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Channel Jainta News 24 



















