
রুবেল আহমেদ গোয়াইনঘাট থেক: সিলেট ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মাধ্যমে সিলেট ৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রা শুর করেছেন।
শুক্রবার ( ৭ ই নভেম্বর) রাধানগর বাজার মসজিদে জুম্মার নামাজ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।
পরে মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন বিএনপির চেয়ারপার্সন এর নির্দেশনায় আমি এ আসনে নির্বাচন করছি, শীঘ্রই মহাসচিব এর আনুষ্ঠানিক ঘোষনা করবেন। আমার নেতা তারেক রহমান বলেছেন এই তিন উপজেলার উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিবেন। এবং নির্বাচনের এক বছরের মধ্যে এই তিন উপজেলার চিত্র পাল্টে দিতে চাই। কক্সবাজারের ন্যায় এই অঞ্চলে মানুষ আসবে।
তিনি আরও বলেন আমি এখানে এসেই রাস্তাঘাটের অবস্থা দেখে খুবই হতাশ হয়েছি। এ অবস্থার উত্তরন করতে চাই। মরহুম এম সাইফুর রহমান ও দিলদার হোসেন সেলিম এর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে এই অঞ্চলের মানুষের সহযোগিতা চাই। তাই আগামী দিনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসনকে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে উপহার দিতে চাই।
মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবদল, শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। দল তাকে সিলেট-৪ আসনে মনোনয়ন দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
এদিকে, আজ শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সিলেট-৪ আসনে প্রচার কাজ শুরু করেছেন আরিফ।
Channel Jainta News 24 























