
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম ধর্মদহ এলাকার সীমান্তের শূন্যলাইন থেকে সাদ্দাম নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে ধরে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বিজিবি।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির টহলদল গতকাল দুপুরে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ১৪৭/৩-আর এর নিকটবর্তী সীমান্তের শূন্যলাইনে সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে। জানা যায়, সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের মোঃ তোফাজ্জল শেখের ছেলে মোঃ ফিরোজ আহম্মেদ সাদ্দাম (৩৩)। আরো জানা যায়, সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে হারিয়ে যাওয়ায় পরিবার তাকে হন্যে হয়ে খুঁজছে।
বিষয়টি জানার পর কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান তাকে তার পরিবারের নিকট হস্তান্তের সিদ্ধান্ত গ্রহন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত ব্যক্তিকে তার বাবার নিকট হস্তান্তর করা হয়। বিজিবির এহেন মহৎ উদ্যোগের জন্য স্থানীয় জনগণ বিজিবি’র প্রসংশা করেন এবং উক্ত ব্যক্তির পরিবার বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ সকল প্রকার মানবিক কার্যক্রমে বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা তাহার বাস্তব প্রতিফলন।
Channel Jainta News 24 

























