ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শূন্যতার হাহাকার :শামীমা আক্তার

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫৫ পড়া হয়েছে

Oplus_131072

২১

 

 

—————–**—————-

বুক খানা মোর শূন্য কইরা

ঘর বাঁধলি কার সনে?

প্রেম কয়েদি বানাই মোরে

বন্দী কইরা মনে।

 

চড়ুই হলে থাকতাম কি আর

তোর থেকে খুব দূরে?

চুপটি করে ঘর বাঁধতাম তোর

ব্যালকনিটা- জুড়ে।

 

ষোড়শীতে ছল করে তুই

কাড়ছিলি মোর হিয়া,

সব ভুলে ক্যান বাসলি ভালো

নতুন নামের- প্রিয়া!

 

মাঝ পথেতে হাত ছাড়ছিস তাই

কৃতজ্ঞতা জানাই,

প্রেম অনলের ফুলকি দিয়া

কাব্য কলি বানাই।

 

কেমন আছিস কোথায় আছিস

জানার ইচ্ছে জাগে,

ফুল হয়ে তুই ফুটিস যখন

সকল শখের বাগে।

 

তুই নেই রে তাই ঘর বাঁধছি-ওই

মেঘ কন্যাদের দলে,

তোর স্মৃতি সব ভাসাই দিতে

নির্ঘুম নোনা জলে।

 

 

কলমে – শামীমা আক্তার

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই: ক্রীড়া অফিসার নুর হোসেন

Follow for More!

শূন্যতার হাহাকার :শামীমা আক্তার

প্রকাশিত: ০৩:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২১

 

 

—————–**—————-

বুক খানা মোর শূন্য কইরা

ঘর বাঁধলি কার সনে?

প্রেম কয়েদি বানাই মোরে

বন্দী কইরা মনে।

 

চড়ুই হলে থাকতাম কি আর

তোর থেকে খুব দূরে?

চুপটি করে ঘর বাঁধতাম তোর

ব্যালকনিটা- জুড়ে।

 

ষোড়শীতে ছল করে তুই

কাড়ছিলি মোর হিয়া,

সব ভুলে ক্যান বাসলি ভালো

নতুন নামের- প্রিয়া!

 

মাঝ পথেতে হাত ছাড়ছিস তাই

কৃতজ্ঞতা জানাই,

প্রেম অনলের ফুলকি দিয়া

কাব্য কলি বানাই।

 

কেমন আছিস কোথায় আছিস

জানার ইচ্ছে জাগে,

ফুল হয়ে তুই ফুটিস যখন

সকল শখের বাগে।

 

তুই নেই রে তাই ঘর বাঁধছি-ওই

মেঘ কন্যাদের দলে,

তোর স্মৃতি সব ভাসাই দিতে

নির্ঘুম নোনা জলে।

 

 

কলমে – শামীমা আক্তার