ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০২:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩৯ পড়া হয়েছে
৩২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তিনি হতে যাচ্ছেন বোর্ডের দ্বিতীয় নারী পরিচালক।

 

জানা গেছে, বিসিবিতে দুজন পরিচালক মনোনয়ন দিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর দুইজনকে মনোনয়ন দেয় এনএসসি। তাদের একজন ব্যবসায়ী ইসফাক আহসনা। তাকে নিয়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার কারণে বিতর্কের সৃষ্টি হলে, তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তিনি ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয় এনএসসির এক চিঠিতে।

 

তার জায়গায় এখন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে আসছেন এই নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাকে বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। তার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পরিষদ পূর্ণতা পেয়েছে।

 

ধারণা করা হচ্ছে, বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পাবেন তিনি। এর আগে বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু। রুবাবা দৌলা বাংলাদেশের কর্পোরেট আঙিনায় তিনি পরিচিত মুখ।

 

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দৌলা ছাড়া অন্য পরিচালক ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত

Follow for More!

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

প্রকাশিত: ০২:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
৩২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তিনি হতে যাচ্ছেন বোর্ডের দ্বিতীয় নারী পরিচালক।

 

জানা গেছে, বিসিবিতে দুজন পরিচালক মনোনয়ন দিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর দুইজনকে মনোনয়ন দেয় এনএসসি। তাদের একজন ব্যবসায়ী ইসফাক আহসনা। তাকে নিয়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার কারণে বিতর্কের সৃষ্টি হলে, তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তিনি ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয় এনএসসির এক চিঠিতে।

 

তার জায়গায় এখন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে আসছেন এই নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাকে বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। তার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পরিষদ পূর্ণতা পেয়েছে।

 

ধারণা করা হচ্ছে, বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পাবেন তিনি। এর আগে বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু। রুবাবা দৌলা বাংলাদেশের কর্পোরেট আঙিনায় তিনি পরিচিত মুখ।

 

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দৌলা ছাড়া অন্য পরিচালক ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।