সিলেট ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ লক্ষ টাকার মালামাল আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ণ
বিজিবির অভিযানে  সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ লক্ষ টাকার মালামাল আটক

সিলেট ও সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে পঞ্চান্ন লাখ টাকার চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার বিজিবি এসব মালামাল উদ্ধার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ১৭ ও ১৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৩২টি ভারতীয় থ্রি-পিস, ২১টি লেহেঙ্গা, ৬ হাজার ৫০০ কেজি চিনি, ৬টি গরু, ১৯২ বক্স চকলেট, ১ লাখ পিস সিগারেট ফিল্টার, ৮২৭ বোতল মদ, ২ বোতল বিয়ার, এবং ১ হাজার কেজি বাংলাদেশি রসুন, ১৯২ কেজি কাঁচামরিচ, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬টি নৌকা ও ১টি ইঞ্জিনচালিত ট্রলিসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৫৫ লাখ ৮৯ হাজার ২৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন