ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সমবায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ সমাজ গঠনের কার্যকর হাতিয়ার—————-বিভাগীয় কমিশনার

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৫:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩১ পড়া হয়েছে
২৩

সিলেটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালন

 

 

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, প্রতিটি সমবায় সমিতি যদি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয়, তাহলে জনগণ এর সুফল পাবে এবং দেশ এগিয়ে যাবে। সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ সমাজ গঠনের একটি কার্যকর হাতিয়ার। সরকার সমবায়কে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উৎপাদন, বিপণন ও সঞ্চয়ের ক্ষেত্রে সমবায়ভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুললে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

তিনি আরো বলেন, সমবায়ের মূল দর্শন হচ্ছে ‘একজনের জন্য সবাই, সবার জন্য একজন’। তাই আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। যুব সমাজকে সমবায় কার্যক্রমে যুক্ত করে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সমবায় আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সিলেট সমবায় বিভাগ এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সমবায়ীদের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছে এই দপ্তর। সমবায় সমিতিগুলোর কার্যক্রমের তদারকি করার জন্য তাদেরকে নির্দেশনা দেন।

শনিবার (১লা নভেম্বর) সকালে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, “বর্তমান সরকার সমবায় খাতের উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও নীতিগত সহায়তার মাধ্যমে সমবায়গুলোকে টেকসই করার উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ অর্থনীতি আরও স্বনির্ভর হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান পিওএম বলেন, “সমবায় কেবল অর্থনৈতিক সংগঠন নয়, এটি একধরনের সামাজিক আন্দোলন। একে অপরকে সাহায্য করার মানসিকতা থেকেই প্রকৃত সমবায় গড়ে ওঠে। তরুণ প্রজন্মকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা সময়ের দাবি।

স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, দেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ানো গেলে সমবায় আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে ও সিলেট সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) বশির আহমেদ এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় ইউনিয়ন লি: এর সম্পাদক ও হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সমবায় লি: এর সভাপতি নিয়াজ মো. আজিজুল করিম, ধনকান্দি সবুজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সদস্য আসিয়া বেগম লায়লা, গ্রীনলিফ কর্মচারী সমবায় সমিতি লি: এর সভাপতি ও সিলেট সমবায় বিভাগের সাবেক যুগ্ম নিবন্ধক কামাল উদ্দিন আহমেদ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন। আলোচনা সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লি: এর সদস্য ক্বারী শফিকুর রহমান। গীতা পাঠ করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার। বিজ্ঞপ্তি

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

Follow for More!

সমবায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ সমাজ গঠনের কার্যকর হাতিয়ার—————-বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ০৫:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
২৩

সিলেটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালন

 

 

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, প্রতিটি সমবায় সমিতি যদি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয়, তাহলে জনগণ এর সুফল পাবে এবং দেশ এগিয়ে যাবে। সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ সমাজ গঠনের একটি কার্যকর হাতিয়ার। সরকার সমবায়কে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উৎপাদন, বিপণন ও সঞ্চয়ের ক্ষেত্রে সমবায়ভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুললে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

তিনি আরো বলেন, সমবায়ের মূল দর্শন হচ্ছে ‘একজনের জন্য সবাই, সবার জন্য একজন’। তাই আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। যুব সমাজকে সমবায় কার্যক্রমে যুক্ত করে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সমবায় আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সিলেট সমবায় বিভাগ এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সমবায়ীদের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছে এই দপ্তর। সমবায় সমিতিগুলোর কার্যক্রমের তদারকি করার জন্য তাদেরকে নির্দেশনা দেন।

শনিবার (১লা নভেম্বর) সকালে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, “বর্তমান সরকার সমবায় খাতের উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও নীতিগত সহায়তার মাধ্যমে সমবায়গুলোকে টেকসই করার উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ অর্থনীতি আরও স্বনির্ভর হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান পিওএম বলেন, “সমবায় কেবল অর্থনৈতিক সংগঠন নয়, এটি একধরনের সামাজিক আন্দোলন। একে অপরকে সাহায্য করার মানসিকতা থেকেই প্রকৃত সমবায় গড়ে ওঠে। তরুণ প্রজন্মকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা সময়ের দাবি।

স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, দেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ানো গেলে সমবায় আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে ও সিলেট সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) বশির আহমেদ এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় ইউনিয়ন লি: এর সম্পাদক ও হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সমবায় লি: এর সভাপতি নিয়াজ মো. আজিজুল করিম, ধনকান্দি সবুজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সদস্য আসিয়া বেগম লায়লা, গ্রীনলিফ কর্মচারী সমবায় সমিতি লি: এর সভাপতি ও সিলেট সমবায় বিভাগের সাবেক যুগ্ম নিবন্ধক কামাল উদ্দিন আহমেদ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন। আলোচনা সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লি: এর সদস্য ক্বারী শফিকুর রহমান। গীতা পাঠ করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার। বিজ্ঞপ্তি