
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। রিয়াদ (২৮) ২। মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১) ৩। মোবারক (২৩) ৪। মনির (২৬) ৫। আসমা (২২) ৬। নুরুল আমিন (৬৫) ৭। কিরন(৩৫) ৮। হৃদয় (৩৩) ৯। সোহাগ গাজী (৩০) ১০। সবুজ (৩৮) ১১। মফিজুল (৩০) ১২। গোলাপি ওরফে সুজন (৩৬) ১৩। মনির (৩৮) ও ১৪। রনি (২৭)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর ২০২৫) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত বিচার, চুরি, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Channel Jainta News 24 

























