
গোলাপগঞ্জ প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৯নং আমুড়া ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর ) আমুড়ার দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয়। এছাড়া অংশগ্রহণকারী শিশুদের মাঝে লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে, আমুড়া ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গাফফার, দপ্তর সম্পাদক মাওলানা হাফিজ নুরুল হক, আমুড়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন সালিম, বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল ইসলাম মুন্না, আমুড়া ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি সালেহ আহমদ নিজাম সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জমিয়ত জনগণের সেবায় বিশ্বাসী একটি ঐতিহ্যবাহী সংগঠন। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
Channel Jainta News 24 





















