
গোলাপগঞ্জ প্রতিনিধি:: বিয়ানীবাজার বড়গ্রাম সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি।
শনিবার (১ নভেম্বর ) বিজিবি জানায়, সহকারী পরিচালক মোঃ মাহফুজার রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ২৬ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের জিরা এবং ৩৫ লাখ টাকার টাটা ট্রাক,৩০ হাজার টাকা মূল্যের ট্রাকের চাকা জব্দ করা হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুল হক চৌধুরী,পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
Channel Jainta News 24 





















