
সিলেটের কোম্পানীগঞ্জের রাউডি বিল থেকে মনতাজ আলী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা বিলে জাল ফেলে মরদেহটি উদ্ধার করেন।
নিহত মনতাজ আলী উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর খেয়াঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মনতাজ আলী বাড়ি থেকে গরুকে ঘাস খাওয়াতে রাউটি বিলের দিকে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। মসজিদে মাইকেও ঘোষণা দেওয়া হয়। সারারাত খোঁজার পর পরদিন সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে মনতাজ আলীর মরদেহ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Channel Jainta News 24 



















