
পারভেজ হাসান লাখাই প্রতিনিধিঃ
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের মনতৈল অংশ থেকে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক মহাসড়কটির মনতৈল অংশের মনতৈল মডেল কলেজের পাশেই রাস্তার দক্ষিণ দিকে অনেকখানি ভেঙে গেছে। সেখান থেকে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন দিক ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এই ভাঙনের ফলে রাস্তার নিচের মাটি বা পাথর সরে গেছে, কোনো কোনো স্থানে কেবল উপরের আস্তর বা পলেস্তারাটি অবশিষ্ট রয়েছে।
স্থানীয়দের ধারণা রাস্তার এমন বেহাল দশায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এই অংশটি মেরামত করা না হলে মারাত্মক বিপদ হতে পারে।
এত কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা একটি আঞ্চলিক মহাসড়ক এত অল্প সময়ের মধ্যে এভাবে ভেঙে যাওয়াটা সত্যিই দুঃখজনক এবং নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে। এলাকাবাসীর দাবি, নিম্নমানের কাজের কারণেই রাস্তাটি দ্রুত ভেঙে যাচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এলাকার সাধারণ মানুষ এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কটির দ্রুত মেরামত এবং গর্তগুলো ভরাট করে চলাচল স্বাভাবিক করার জন্য সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
Channel Jainta News 24 

























