
দৈনিক সোনালী কণ্ঠের সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলী, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু এবং দৈনিক সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপুর পিতা বিশিষ্ট মুরুব্বি আবদুন নুর (৮০) আর নেই।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২.১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত একাধিক রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুহুমের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুম্মা গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে আনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে ব্যাবসায়ী মো. জালাল উদ্দিন।
এদিকে মুরুব্বি আবদুন নুর-এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Channel Jainta News 24 



















