
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেরা কৃষি অফিস যৌথভাবে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বরাদ্দকৃত অর্থে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ ও মসুর ডাল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মুফতি খাদেমুল ইসলাম।
বক্তারা জানান, সরকার কৃষি খাতের টেকসই উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পৌঁছে দেওয়ার এই প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিতরণকৃত কৃষি প্রনোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাব্যক্ত করেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম, টালকী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সুবিধাভোগী কৃষক-কৃষাণী ও স্থানীয় সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, চলতি রবি মৌসুমে কৃষিপণ্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৩৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে পর্যায়ক্রমে বরাদ্দ মোতাবেক বীজ এবং ডাই-এ্যামোনিয়ম ফসফেট (ডিএপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হবে।
Channel Jainta News 24 

























