ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‎শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই — পবিপ্রবি ভিসি ‎

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
২১

মোঃ সজিব সরদার:: পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্কাউটিং এমন এক শিক্ষা ব্যবস্থা যা মানুষকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটরা দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।

‎বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপাচার্য আরও বলেন, “স্কাউটিং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা মানুষের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখে। লর্ড ব্যাডেন পাওয়েলের দীক্ষা ও আদর্শ অনুসরণ করে স্কাউটদের মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ এবং সঞ্চালনা করেন সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, পটুয়াখালী জেলা রোভারের সাবেক কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ ও হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা।

‎অনুষ্ঠানের শুরুতে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে নবনির্মিত রোভার ডেনের উদ্বোধন করেন। পরে তিনি রোভার সহচরদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিনিয়র রোভার মেট মাসরাফুল আলম রিমন ও নাইমুর রহমান বেনজিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, টিএসসি’র পরিচালক (অ.দা.) মো. আবুবকর সিদ্দিক, আরটিসির উপ-পরিচালক মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বাইরে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হবে- ডা. শামীমুর রহমান

Follow for More!

‎শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই — পবিপ্রবি ভিসি ‎

প্রকাশিত: ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
২১

মোঃ সজিব সরদার:: পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্কাউটিং এমন এক শিক্ষা ব্যবস্থা যা মানুষকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটরা দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।

‎বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপাচার্য আরও বলেন, “স্কাউটিং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা মানুষের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখে। লর্ড ব্যাডেন পাওয়েলের দীক্ষা ও আদর্শ অনুসরণ করে স্কাউটদের মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ এবং সঞ্চালনা করেন সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, পটুয়াখালী জেলা রোভারের সাবেক কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ ও হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা।

‎অনুষ্ঠানের শুরুতে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে নবনির্মিত রোভার ডেনের উদ্বোধন করেন। পরে তিনি রোভার সহচরদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিনিয়র রোভার মেট মাসরাফুল আলম রিমন ও নাইমুর রহমান বেনজিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, টিএসসি’র পরিচালক (অ.দা.) মো. আবুবকর সিদ্দিক, আরটিসির উপ-পরিচালক মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।