
মোঃ সজিব সরদার:: পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্কাউটিং এমন এক শিক্ষা ব্যবস্থা যা মানুষকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটরা দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, “স্কাউটিং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা মানুষের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখে। লর্ড ব্যাডেন পাওয়েলের দীক্ষা ও আদর্শ অনুসরণ করে স্কাউটদের মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ এবং সঞ্চালনা করেন সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, পটুয়াখালী জেলা রোভারের সাবেক কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ ও হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা।
অনুষ্ঠানের শুরুতে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে নবনির্মিত রোভার ডেনের উদ্বোধন করেন। পরে তিনি রোভার সহচরদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিনিয়র রোভার মেট মাসরাফুল আলম রিমন ও নাইমুর রহমান বেনজিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, টিএসসি’র পরিচালক (অ.দা.) মো. আবুবকর সিদ্দিক, আরটিসির উপ-পরিচালক মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
Channel Jainta News 24 

























