
ছড়াকার দেলোয়ার হোসেন দিলুর ছড়াগ্রন্থ “আমাদের পোলাপান” এর প্রকাশনা সম্পন্ন
বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক এবং সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, দেলোয়ার হোসেন দিলু শুধু একজন সুপরিচিত ছড়াকারই নন, তিনি একজন মেধাবী কবি ও আইনজীবী, যার সাহিত্যকর্ম শিশুদের মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলে। ‘আমাদের পোলাপান’ শিশুদের কল্পনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গ্রন্থের প্রতিটি ছড়া শিশুদের নৈতিক শিক্ষা, সততা, বন্ধুত্ব ও সামাজিক মূল্যবোধের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। শিশুদের শৈশবের নরম মনের সাথে সংবেদনশীলতার সূক্ষ্ম দিকগুলো তুলে ধরতে দেলোয়ার হোসেন দিলু যে কাজটি করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মৌলিক সাহিত্য সংঘের আয়োজনে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বিশিষ্ট ছড়াকার, কবি ও আইনজীবী দেলোয়ার হোসেন দিলুর ছড়াগ্রন্থ “আমাদের পোলাপান” এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলিক সাহিত্য সংঘের সভাপতি এডভোকেট কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ও কবি আব্দুল মুকিত অপির সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিনিয়র আইনজীবী বিশিষ্ট সমাজসেবক এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট ওবায়দুর রহমান, সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, কবি, ছড়াকার ও গীতিকার এডভোকেট এমদাদুল হক, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট কবির আহমদ বাবর। “আমাদের পোলাপান” ছড়াগ্রন্থের সারসংক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার, কবি ও আইনজীবী দেলোয়ার হোসেন দিলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিসিকের সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, ড. আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আব্দুল জলিল, এডভোকেট ফারুক আহমদ, সমর কুমার দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নিরঞ্জন সরকার, এডভোকেট সলমান উদ্দিন, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট হারুন মিয়া, এডভোকেট কাওছার আহমদ, এডভোকেট ওয়ায়েছ কুরনী উজ্জ্বল, এডভোকেট জুহেলী নার্গিস চৌধুরী, এডভোকেট ঝুমকি পুরকায়স্থ, এডভোকেট মো. মিছবাউজ্জামান জাকারিয়া খান, এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট ইসরাফিল আলী প্রমুখ। আমাদের পোলাপান ছড়াগ্রন্থ থেকে আবৃত্তি করেন পূরবী দেব, এডভোকেট সন্ধ্যা লক্ষী দে, কবি পপি রশিদ, কবি লিপি খান, এডভোকেট তাহরিমা রেজা চৌধুরী। শুরুতে আমাদের পোলাপান ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
Channel Jainta News 24 




















