
সিলেটের কোম্পানীগঞ্জে সাংবাদিকদের প্রাণের সংগঠন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটায় ভোলাগঞ্জের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজনে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নিজাম উদ্দিন, এবং সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. এইচ. শাহীন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নির্বাহী সম্পাদক দৈনিক হলি সিলেট ও এটিএন বাংলা ইউকে-এর প্রতিনিধি। তিনি বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের বিবেক। দায়িত্বশীল সংবাদই পারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ববৃন্দ-
হাজী সিকন্দর আলী, উপদেষ্টা সিলেট জেলা বিএনপি, হাজী আব্দুল মান্নান, সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,হাজী আবুল বশর, সহসভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,
বশির আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি-রপ্তানিকারক গ্রুপ,আহমদ শাহনেওয়াজ লিটন, বিএনপি নেতা,এবং এএফএম শাহিদুল ইসলাম, ব্যবস্থাপক (এসপিও), বাংলাদেশ কৃষি ব্যাংক, কোম্পানীগঞ্জ শাখা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের সংবাদ অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠিত সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ-কামরুল হাসান জুলহাস, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি, সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে),সৈয়দ আকরাম আল সাদ্দাম, সাধারণ সম্পাদক, এসইউজে,সাজ্জাদ আহমেদ সাজু, অর্থ সম্পাদক, এসইউজি সিলেট,রাশেদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক মর্নিং পোস্ট,আবুল খায়ের, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ (কেন্দ্রীয় কমিটি) রিপন আহমদ, সভাপতি, সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা, হাফিজ মাওলানা আব্দুল মুখিত, অধ্যক্ষ, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা, এ কে আজাদ, সদস্য, বাংলাদেশ প্রেসক্লাব, সিলেট জেলা শাখা, এবং আজাদুর রহমান, প্রিন্সিপাল, বিয়াম ল্যাবরেটরি স্কুল।
অনুষ্ঠানে ছিল এক অনন্য মানবিক পর্ব-হাদিয়া প্রদান অনুষ্ঠান, যেখানে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানার ১০ জন ছাত্রকে পবিত্র কুরআন শরীফ উপহার দেওয়া হয়। হাদিয়া প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন: উসমান গনি, সজীব আহমেদ, আব্দুল্লাহ, ত্বাহা হুসাইন, আবু বক্কর, জুবায়ের আহমেদ, শরীফ আহমেদ, আখলাকুর রহমান, নূর মোহাম্মদ ও আবু বক্কর সিদ্দিক।
অভিষেকের শেষে সভাপতি নিজাম উদ্দিন সাংবাদিকতার নৈতিকতা, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধের ওপর জোর দিয়ে বলেন, আমরা চাই কোম্পানীগঞ্জ থেকে সত্য, সাহস ও দায়িত্বশীল সংবাদ প্রকাশিত হোক। সাংবাদিকদের মর্যাদা রক্ষায় সিইউজে সর্বদা অগ্রণী ভূমিকা রাখবে।
পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্য, শ্রদ্ধা ও প্রতিশ্রুতির আবহ। সাংবাদিক সমাজের এই মিলনমেলায় অংশ নেওয়া অতিথিরা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
শেষ মুহূর্তে মনোমুগ্ধকর পরিবেশে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আশাবাদ ব্যক্ত করেন-সত্যের পথে সাংবাদিকতা অব্যাহত থাকুক, সিইউজে হোক কোম্পানীগঞ্জের গর্ব।
Channel Jainta News 24 




















