সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ০৭:০৪ অপরাহ্ণ
জৈন্তাপুরে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নিউজ ডেস্ক::

জৈন্তাপুরে সবগুলো পূজা মন্ডপে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা।

 

স্হানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৩ই অক্টোবর) জৈন্তাপুর উপজেলার ২২টি পূজা মন্ডপে বিজয়া দশমীর দিনে পৃথক পৃথক সময় প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়।

 

উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত হাবিব নগর চা বাগান পূজা মন্ডপের সভাপতি বাদল ব্যাক্তি বলেন, রবিবার সুষ্ঠ ও সুন্দর পরিবেশে তারা চা বাগানের নিকটস্থ পুকুরে দুপুর ১:০০ ঘটিকায় প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে চলতি বছর দূর্গা পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

 

উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের শ্রী শ্রী দূর্গা মন্দির শ্রীপুর চা বাগান পূজা মন্ডপের সভাপতি সন্জয় রায় জানান দূপুর ২:৩০ ঘটিকায় তারা নিকটস্থ শ্রীপুর রাংপানি নদীতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হয় তাদের পূজার আনুষ্ঠানিকতা।

 

এ দিকে ৩ নং চারিকাঠা ইউনিয়নের আফিফানগর চা বাগান পূজা মন্ডপের সভাপতি শ্রী সিবন পাত্র জানান, তারা বেলা ১২:৩০ ঘটিকায় বাগছড়াঘাট সংলগ্ন সারী নদীতে প্রতিমা বিসর্জ্জন দেন।

 

এ ছাড়া উপজেলার সর্ববৃহৎ পূজা মন্ডপ জৈন্তাপুর সদরে শ্রী শ্রী কালিবাড়ী পূজা মন্ডপের সভাপতি শ্রী সুব্রত মোহন ধর জানান, বিকেল ৩:০০ ঘটিকায় তারা বিপুল উৎসাহ উদ্দিপনায় সিলেট তামাবিল মহাসড়ক প্রদক্ষিণ করে চাঙ্গিল এলাকার কদমখালে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে এ বছরে শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

 

এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী নিবারন চন্দ্র দাস উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, আজ বিজয়া দশমীতে দুপুর হতে প্রতিটি পূজা মন্ডপে উপজেলা মনিটরিং টিমের মাধ্যমে প্রতিমা বিসর্জ্জনের খবর একে একে প্রেরণ করা হয়। তিনি বলেন এ বছর জৈন্তাপুর উপজেলায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রতিটি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

 

তিনি এ বছর সুষ্ঠুভাবে পূজা উদযাপিত হওয়ায় সকল সনাতন ধর্মাবলম্বীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। সেই সাথে প্রতিটি মন্ডপ সহ উপজেলার দূর্গা পূজায় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি সহ সেচ্ছাসেবক টিম সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে ও স্হানীয় সকল জনপ্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন