সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট বৌদ্ধ সমিতির প্রচারিত কমিটি নিয়ে ভিন্নমত ও নিন্দা প্রকাশ

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ০৭:০০ অপরাহ্ণ
সিলেট বৌদ্ধ সমিতির প্রচারিত কমিটি নিয়ে ভিন্নমত ও নিন্দা প্রকাশ

ডেস্ক নিউজ::

সিলেট বৌদ্ধ বিহারস্থ সিলেট বৌদ্ধ সমিতির প্যাডে প্রচারিত কমিটির তালিকায় যেসব নাম রয়েছে তৎমধ্যে উপদেষ্টা পরিষদে তপন কান্তি বড়ুয়া মান্না, সহকারী অধ্যাপক বরন কুমার চৌধুরী, সাধন কুমার চাকমা, বরনময় চাকমা, সুজ্ঞান চাকমা, ডা.প্রমথোস খীসা এবং কার্যকরী কমিটিতে সহ সভাপতি লিটন বড়ুয়া, দিলু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, সদস্য শিমুল মুৎসুদ্দী, সেবু বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ।

সোমবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, সিলেট বৌদ্ধ সমিতির ২০২৪-২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আমাদেরকে বিভিন্ন পদে রাখা হয়েছে। কিন্তু আমরা এ বিষয়ে কিছুই জানি না। বিগত ৫ অক্টোবর শুক্রবার সিলেট বৌদ্ধ বিহারস্থ সিলেট বৌদ্ধ সমিতির প্যাডে প্রচারিত কমিটির সাথে আমাদের কোন ধরনের সম্পৃক্ততা নেই।

 

উল্লেখ বিগত ২০২২-২৩ বর্ষে সিলেট বৌদ্ধ বিহার মিলনায়তনে সিলেট বৌদ্ধ সমিতির নতুন কমিটি গঠনের সময় উপরে উল্লেখিত ব্যক্তিবর্গদের সুচিন্তিত মতামত অগ্রাহ্য করায় সেদিন থেকে অদ্যবধি পর্যন্ত সিলেট বৌদ্ধ সমিতির সকল কার্যক্রম থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়। এমতাবস্থায় সুস্পষ্ট ভাবে অবগত করতে চাই যে, আমাদের অনুপস্থিতিতে সিলেট বৌদ্ধ সমিতিতে নাম অন্তর্ভুক্তি, তালিকা প্রকাশ ও প্রচার করায় এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন