
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও র্যালি পরবর্তী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতি করে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে, তাদের ন্যায্য অধিকার ফিরবে।”
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী।
আব্দুল হাকিম চৌধুরী আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে সিলেট-৪ আসনের মানুষের মুখে হাসি ফোটাতে পারব—এই বিশ্বাসই আমার প্রেরণা।”
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ধরে দেশের মানুষকে পিছিয়ে দিয়েছে। অথচ আমাদের সংগ্রাম থেমে থাকে নি। জনগণের মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সেও কারাগারে যেতে হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আজ আরও ঐক্যবদ্ধ।”
গণসমাবেশে বক্তব্য দেন—জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি উসমান গনি মেম্বার,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,যুবদলের হেলাল আহমেদ, ফরিদুল ইসলাম, ফখরুল ইসলাম সহ তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুন নুর।গণসমাবেশ পূর্বে কয়েক সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন আব্দুল হাকিম চৌধুরী।
Channel Jainta News 24 
























