ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা উপজেলায় ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৯

সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সংগঠনটি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার জামে মসজিদের সামনে ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ইসকন কর্তৃক হিন্দু যুবকদের মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলিম কিশোরী ধর্ষণ ও গুম-খুন, টঙ্গীতে মসজিদের ইমামকে হত্যার হুমকি ও অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।

প্রধান অতিথি ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এম রেজাউল করীম রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা দক্ষিণের সহ-সভাপতি কে এম তাহমিদ হাসান এবং প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

 

এছাড়াও বক্তব্য রাখেন,দক্ষিণ সুরমা উলামা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান রাহমানি,প্রশিক্ষণ সম্পাদক মুফতি শুয়াইব আহমদ মারুফ,অর্থ সম্পাদক মাওলানা আহমদ দিদার রাসেল,ও সাবেক সভাপতি আব্দুর রহমান রুবেল।

 

বক্তারা বলেন,ইসকন নামের এই সংগঠন বাংলাদেশের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে। তাদের ইসলামবিদ্বেষী কার্যকলাপ,মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সমাজে বিভ্রান্তি সৃষ্টির কারণে দেশজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে।

 

তাঁরা আরও বলেন,ইসকন দীর্ঘদিন ধরে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ কার্যকলাপ দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি।

 

ছাত্র জমিয়ত বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়—

ইসকনের সকল কার্যক্রম তদন্ত করে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা, তাদের বিদেশি অর্থায়ন ও প্রচারণা বন্ধ করা এবং ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পদক্ষেপ নিতে।

 

বক্তারা বাংলাদেশের সংবিধানে ধর্মীয় অনুভূতি ও চেতনা রক্ষার নিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,

দেশের শান্তিপ্রিয় মানুষ, আলেম সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও যুবসমাজকে এখন ঐক্যবদ্ধ হয়ে ধর্ম ও দেশের মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বলেন,ইনশা আল্লাহ, ছাত্র জমিয়ত সর্বদা ইসলামের মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃ ত্যু দ ণ্ড

Follow for More!

দক্ষিণ সুরমা উপজেলায় ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল 

প্রকাশিত: ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
১৯

সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সংগঠনটি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার জামে মসজিদের সামনে ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ইসকন কর্তৃক হিন্দু যুবকদের মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলিম কিশোরী ধর্ষণ ও গুম-খুন, টঙ্গীতে মসজিদের ইমামকে হত্যার হুমকি ও অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।

প্রধান অতিথি ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এম রেজাউল করীম রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা দক্ষিণের সহ-সভাপতি কে এম তাহমিদ হাসান এবং প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

 

এছাড়াও বক্তব্য রাখেন,দক্ষিণ সুরমা উলামা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান রাহমানি,প্রশিক্ষণ সম্পাদক মুফতি শুয়াইব আহমদ মারুফ,অর্থ সম্পাদক মাওলানা আহমদ দিদার রাসেল,ও সাবেক সভাপতি আব্দুর রহমান রুবেল।

 

বক্তারা বলেন,ইসকন নামের এই সংগঠন বাংলাদেশের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে। তাদের ইসলামবিদ্বেষী কার্যকলাপ,মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সমাজে বিভ্রান্তি সৃষ্টির কারণে দেশজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে।

 

তাঁরা আরও বলেন,ইসকন দীর্ঘদিন ধরে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ কার্যকলাপ দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি।

 

ছাত্র জমিয়ত বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়—

ইসকনের সকল কার্যক্রম তদন্ত করে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা, তাদের বিদেশি অর্থায়ন ও প্রচারণা বন্ধ করা এবং ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পদক্ষেপ নিতে।

 

বক্তারা বাংলাদেশের সংবিধানে ধর্মীয় অনুভূতি ও চেতনা রক্ষার নিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,

দেশের শান্তিপ্রিয় মানুষ, আলেম সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও যুবসমাজকে এখন ঐক্যবদ্ধ হয়ে ধর্ম ও দেশের মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বলেন,ইনশা আল্লাহ, ছাত্র জমিয়ত সর্বদা ইসলামের মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।