সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ০২:৫২ অপরাহ্ণ
সিলেটে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন

ডেস্ক নিউজ:: সিলেটে কঠোর নিরাপত্তা ব্যাবস্থায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটছে। প্রতিমা বিসর্জন উপলক্ষে জেলার সকল উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপে বিজিবি টহলদল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় বিভিন্ন মন্দির থেকে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত সিলেট জেলার সকল উপজেলার বিভিন্ন মন্দির থেকে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেওয়া সম্পন্ন হয়। সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিভিন্ন ক্যাম্পের টহলদলসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়।

রবিবার বিকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং রাধানগর চা বাগান ও প্রতাপপুরের পূজা মন্ডপের প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি এবং জৈন্তাপুর উপজেলায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি।

সংবাদটি শেয়ার করুন